নিউজপিডিয়া ডেস্কঃ আসন্ন ভোটে তৃণমূলের দেওয়া বহিরাগত তকমার থেকে বাঁচতে বাংলা ভাষাই অস্ত্র বিজেপির। আর সেই কাজই অর্থাৎ বাংলায় লেখা ও বলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিজেপির নেতৃত্বদের। তবে এবার রবিবার হলদিয়া সফরের আগে খোদ প্রধানমন্ত্রীর বাংলায় টুইট যেন আলাদাই নজর কেড়েছে বঙ্গবাসীর।
“হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়া কসিং ইউনিটের শিলান্যাস করা হবে। একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানিচকে রেললাইনের উপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে।” রবিবারের সফরের আগে শনিবার এই টুইটই করে রীতিমতো চমক লাগিয়ে দিয়েছে রাজনৈতিক মহলেও। বহিরাগত তকমা মুছতেই এই টুইট বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
হলদিয়া পরিশোধনাগারের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করা হবে।একই সঙ্গে ৪১ নম্বর জাতীয় সড়কে হলদিয়ার রানীচকে রেললাইনের ওপর ৪ লেনের উড়ালপুলটির উদ্বোধন করা হবে। https://t.co/4vUTEbWjeH
— Narendra Modi (@narendramodi) February 6, 2021
এদিন হলদিয়ায় এসে বেশ কয়েকটি সরকারি প্রকল্পের সূচনা ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। হলদিয়া শোধনাগারে ইন্ডিয়ান অয়েলের দ্বিতীয় ক্যাটালিটিক-আইসোডিওয়াকসিং ইউনিটের শিলান্যাস করবেন তিনি। এর সঙ্গেই প্রায় ১১০০ কোটি টাকা খরচ করে ভারত পেট্রোলিয়ামের ‘LPG ইমপোর্ট টার্মিনাল’ এবং রানিচকে ১৯০ কোটি টাকা ব্যায়ে ৪১ নম্বর জাতীয় সড়কে চার লেনের উড়ালপুল উদ্বোধন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা গ্যাস প্রকল্পে ঝাড়খন্ড থেকে দুর্গাপুর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা GAIL-এর প্রকল্পটিও হলদিয়া থেকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। সাংবাদিক বৈঠকে ইস্পাত ও পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্বন্ধে।