নিউজপিডিয়া ডেস্ক: সাম্প্রতিক সময়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো ঠেকছে না। সীমান্ত এলাকা নিয়ে চীনের সঙ্গে লড়াই চলছে। নেপালের সঙ্গেও বিরোধ লেগে রয়েছে। আর এই পরিস্থিতিতে আর এক প্রতিবেশী দেশ ভুটানও সেই তালিকায় নতুন করে যুক্ত হল। দেশটি আসামে জল সরবরাহ বন্ধ করে দিয়েছে।
ভারত লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সামরিক সংঘর্ষে লিপ্ত। নেপাল ভারতের কয়েকটি এলাকা অন্তভূর্ক্ত করে নতুন মানচিত্র প্রকাশ করেছে, নাগরিকত্ব আইনে সংশোধন করেছে। আর অপর প্রতিবেশী ভুটানও নীরবে আসাম রাজ্যের বাকসা জেলা দিয়ে প্রবাহিত চ্যানেলের মাধ্যমে ভারতীয় কৃষকদের দেওয়া জলধারা বন্ধ করে দিয়েছে।
কৃত্রিমভাবে তৈরি সেচ চ্যানেলটির (স্থানীয় নাম ডং) ওপর নির্ভরশীল বাকসা জেলার কমপক্ষে ২৬টি গ্রামের কৃষক। সেই ১৯৫৩ সাল থেকেই চ্যানেলটির মাধ্যমে ভুটান থেকে প্রবাহিত হয়ে আসা জলের মাধ্যমে চাষাবাদের যাবতীয় কাজ করেন তারা। হঠাৎ করে সেটি বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আশঙ্কার আবহ তৈরি হয়েছে।
দেশটি কোনো কারণের উল্লেখ ছাড়াই হঠাৎ করে চ্যানেলটির জল প্রবাহ বন্ধ করে দেওয়ায় পুরো বাকসা জেলায় ব্যাপক আশঙ্কা ছড়িয়ে পড়েছে। দেশটির এমন হঠকারিতার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন জেলার কৃষকরা। নাগরিক সমাজের সদস্যরাও তাঁদের সঙ্গে যোগদান করেন।
ভুটান সরকার কর্তৃক জল প্রবাহ আকস্মিক বন্ধ করে দেওয়া নিয়ে উদ্বিগ্ন কৃষকরা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।