মালবাজার, ২৭ জুনঃ আনলক-১ শুরু হওয়ায় বিভিন্ন জায়গায় চলছে ১০০ দিনের কাজ। মেটেলি ব্লকের মালবাজার শহর লাগোয়া বিধাননগর গ্রামপঞ্চায়েত এলাকার ক্ষুদিরাম পল্লিতে তৃণমূলের প্রধানের এলাকায় একশো দিনের কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। এনিয়ে শনিবার সকালে একশো দিনের কাজ করার সময় বেশ কিছু গ্রামবাসীর সঙ্গে কাজের সুপারভাইজারের বচসা বেঁধে যায়। এমনকি হাতাহাতিও শুরু হয়ে যায়। ফলে প্রায় তিনঘন্টা কাজ বন্ধ হয়ে থাকে। যদিও পরে বিষয়টি মিটমাট হয়ে গেলে ফের কাজ শুরু হয়। গ্রামবাসীরা সরাসরি প্রধানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তোলেন। যদিও প্রধান নীতেন রায় দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন।
দুই গ্রামবাসী নুরুল আমিন ও হামিদুল ইসলাম জানান, একশো দিনের কাজ শুরু করার কিছু নিয়ম রয়েছে। যেখানে কাজ করা হচ্ছে সেখানে বোর্ড টাঙিয়ে উল্লেখ থাকবে কাজের সমস্ত বৃত্তান্ত। কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি। এই এলাকাটি প্রধানের নিজের পার্ট। তাই ইচ্ছেমতো কাজ করানো হচ্ছে। পঞ্চাশজনের কাজ করার কথা থাকলেও মাত্র ১৯ জনকে দিয়ে কাজ করানো হচ্ছে। বাকি ৩১জন কোথায় গেলো? সেটা বলাতে ঝামেলা লাগে বলে অভিযোগ।
এদিকে অভিযোগের প্রসঙ্গে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীতেন রায় বলেন, “দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন। মাত্র দুইদিন হয়েছে কাজ শুরু হয়েছে। পঞ্চাশ জনের মধ্যে ১৯ জন এসেছে। বাকিদের অনুপস্থিত হিসাবে দেখানো হবে। এখানে দুর্নীতির কিছুই হয়নি। আইন মোতাবেক কাজ করা হয়েছে।’’