সৌভিক দত্ত, ধূপগুড়ি: কেন্দ্রীয় বাহিনীর বাসের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক বাইক আরোহী। এদিন জলপাইগুড়ির ধূপগুড়ি স্টেশন মোর এলাকায় ঘটনাটি ঘটেছে দুপুর তিন টা নাগাদ। স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় আহত বাইক আরোহীকে। ঘটনাস্থলে পুলিশ আসতে দেরি হওয়ায়ই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ৩১ নং জাতীয় সড়কে কিছুক্ষন যান চলাচল ব্যাহত হয়, পরে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। দেরি হলেও এসে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ বাহিনী। সেই আহত বাইক আরোহীর বাড়ি ধূপগুড়ির গাদং এলাকার বলে প্রাথমিক সূত্রে জানা গেছে।

জানা যায়, ভোটের ডিউটি করে রায়গঞ্জ থেকে ফালাকাটা যাচ্ছিলো সেই কেন্দ্রীয় বাহিনীর বাসটি। অন্যদিকে পুলিশ ঘটনার তদন্ত করছে I