উজির আলী, মালদা: ফসল ফলনে জলের গুরুত্ব অপরিসীম।কৃষিকাজে কৃষক বন্ধুদের সুবিধার্থে আর এক ধাপ এগিয়ে পশ্চিমবঙ্গ সরকার। বাংলা কৃষি সেচ যোজনার প্রকল্পের অধীনে কৃষক বন্ধুদের হাতে তুলে দেওয়া হল ফোয়ারা জল সেচ পাইপ ও স্প্রিং কিলার। মঙ্গলবার মালদহের চাঁচল-১ নং ব্লক কৃষি দপ্তরে এলাকার কৃষক বন্ধুদের হাতে ফোয়ারা জল সেচ পাইপ ও স্প্রিং কিলার তুলে দেওয়া হয়।
এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, মালদা জেলা পরিষদের কৃষি ও সেচ সমবায়ের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন, চাঁচল-১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ওবাইদুল্লাহ চৌধুরী, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ সাহাজান আলি প্রমুখরা। কিভাবে কৃষিকাজে সেই সরঞ্জাম ব্যবহার করবেন কৃষকরা। সেনিয়ে একটি প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়।
প্রশিক্ষণ শিবিরে কৃষকদের হাতে কলমে ফোয়ারা সেচ ও স্প্রিং কিলার মেশিনের ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়।
চাঁচল-১ নং ব্লক কৃষি অধিকর্তা দীপঙ্কর দেব জানান, ব্লক এলাকায় সর্বমোট ১২০০ জনকে এই ফোয়ারা পাম্পিং সেট দেওয়া হচ্ছে।আজকে তার প্রথম দিন। এই সরঞ্জাম ব্যবহার করলে জলের অপচয় ঘটবে না। এবং ফসল ফলনে লাভের মুখ দেখতে পাবেনা কৃষকেরা বলে আশাবাদী কৃষি দপ্তর।
মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বলেন, কৃষক বন্ধুদের জন্য কল্পতরু আগে দেখেই রয়েছেন মমতা সরকার। এবং কৃষকদের কৃষিকাজে সহায়তা করতে এই জলীয় ফোয়ারা সেচ ব্যবস্থার প্রচলন ঘটে। চাঁচল-১ নং ব্লকের ১২০০ জন কৃষকের হাতে এই সরঞ্জাম তুলে দেওয়া হল। পরবর্তীতে সেই সংখ্যাটা যেন বৃদ্ধি পায় সেটা তিনি হলফ করে বলেন। স্বভাবতই এদিন কৃষকরা সেই অত্যাধুনিক জলীয় ফোয়ারা হাতে পেয়ে উৎসাহিত।