নিজস্ব সংবাদদাতা, মালবাজার: সোমবার ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সিপচুতে বলিদান দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে কেন্দ্রের শাসনাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং। ২০১১ সালে এই দিনটিতে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে সিপচুতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন গোর্খা জনমুক্তি মোর্চা কর্মী বিমলা রাই, বিকি লামা ও নিতা খাওয়াস। সেই দিনটিকে স্মরণে রেখে প্রতি বছর সিপচুতে বলিদান দিবস পালন করা হয়। এলাকায় তৈরি করা হয়েছে শহীদ স্মারকও। গত তিনবছর ধরে যখন বিমল গুরুং আত্মগোপন করে থাকেন সেই সময়ে বিনয় তামাং এই দিনটি পালন করে আসছিলেন, কিন্তু এদিন তিনবছর বাদে পুনরায় বিমল গুরুং বলিদান দিবস পালন করেন। তবে তাঁর একদা ছায়াসঙ্গী বিনয় তামাংদের এদিন দেখা যায় নি।

এদিন সিপচুতে এসে নিহত তিন শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর পরে জনসভায় বলতে উঠে বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিমল গুরুং। তিনি বলেন, “এই এলাকার মানুষ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছে। প্রতিদানে কিছুই পায়নি। আমরা বিজেপির সঙ্গে ছিলাম। কিন্তু, বিজেপি কিছুই করেনি। তাই আগামী নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে একত্রিত হয়ে লড়াই করবো। আমরা ডুয়ার্স, তরাই পাহাড় সর্বত্র তৃণমূল কংগ্রেসের সঙ্গেই ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবো এবং বিজেপিকে বাংলা থেকে মুছে দেব। এই এলাকার বাঙালি, আদিবাসী, নেপালী সহ অন্যান্য সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করতে চাই।”
প্রসঙ্গত বিনয় তামাংদের গোষ্ঠীর সঙ্গে কোনও সমঝোতা হবে কি না? জানতে চাওয়া হলে বিমল গুরুং বলেন, “ওদের সঙ্গে আমাদের কোনও গাটবন্ধন নেই। আমাদের গাটবন্ধন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে হয়েছে।” তবে এদিন তিনি পাহাড়, ডুয়ার্স ও তরাই এলাকার আদিবাসী, নেপালী ও বাঙালি সহ সমস্ত জনজাতির মানুষের সঙ্গে একত্রে কাজ করা ও উন্নয়নের কথা বললেও তাঁর এতদিনের দাবী গোর্খাল্যান্ড ইস্যুটি এড়িয়ে যান নি। এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওই দাবীটি আমাদের মূল দাবী হলেও আমরা এখন রাজ্যের বর্তমান ক্ষমতাসীন সরকারের সঙ্গে থেকেই রাজ্যের উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত রাখবো।” তবে এদিনের জনসভাতে বিগত বছরের তুলনায় লোক সমাগম ছিল তুলনায় অনেকটাই কম।