সোমনাথ দত্ত, মালবাজার: শুক্রবার ভোরে ঘন জনবসতি পূর্ণ এলাকায় বাইসনের হামলায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে মালবাজার শহর লাগোয়া বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরাম পল্লী এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই মহিলার নাম সীতা দেবী প্রসাদ(৫২)। মৃত মহিলার বাড়ি পৌরসভা এলাকার ১২ নং ওয়ার্ডের বাসিন্দা। এদিন সকালে সীতাদেবী ওই এলাকায় ফুল তুলতে গিয়েছিলেন। হঠাৎ করেই তিনি বাইসনের আক্রমণের মুখে পড়েন। বাইসনের হামলায় রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সাতসকালে বাইসনের হানায় ঘন জনবসতিপূর্ণ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। এলাকার মানুষজনের মধ্যে আতঙ্ক গ্রাস করে। বাইসনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গরুমারা বন্যপ্রাণ বিভাগের আওতাধীন মালবাজার বন বিভাগের কর্মীরা এবং পুলিশ। বন বিভাগের কর্মীরা বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে চেতনানাশক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের প্রধান নীতেন রায় বলেন, “বিশালদেহী বাইসনটি লাটাগুড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে বিধাননগর গ্রাম পঞ্চায়েতের ঝিরকধুরা, পণ্ডিত পাড়া ইত্যাদি এলাকা ঘুরে পরে সেটি মাল নদী পেরিয়ে ঘন জনবসতিপূর্ণ এলাকা ক্ষুদিরাম পল্লীতে ঢুকে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনাস্থলে বাইসনের হামলায় মৃত্যু হয় এক মহিলার। যা খুবই দুঃখজনক “।
ঘটনাস্থলে পৌঁছে মালবাজার বন্যপ্রাণ বিভাগের রেঞ্জার দীপেন সুব্বা জানিয়েছেন,” পূর্ণ বয়স্ক পুরুষ বাইসনটি লাটাগুড়ি জঙ্গল থেকে বেড়িয়ে ঘন বসতিপূর্ণ এলাকা ক্ষুদিরাম পল্লী এলাকায় চলে আসে। ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করা হয়েছে। জেসিবির মাধ্যমে বাইসনটিকে তোলার বন্দোবস্ত করা হয়েছে। বাইসনটিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে গরুমারা জঙ্গলে ছেড়ে দেয়া হবে। তিনি আরও বলেন, বাইসনের আক্রমণে একজন পথিচারী মহিলার মৃত্যু হয়েছে যা খুবই দুঃখজনক। আইন মোতাবেক মৃত পরিবারের হাতে ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে “।