নিউজপিডিয়া ডেস্ক: করোনা পরিস্থিতিতেও মানুষের অপরাধ প্রবণতা দমে যায়নি, তা আবারও প্রমাণিত হলো। মহারাষ্ট্রের প্যানভেলের এক কোয়ারেন্টাইন সেন্টারে কোভিড-১৯ পজিটিভ এক মহিলা রোগীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। চল্লিশ বছর বয়সী ওই মহিলাকে ধর্ষণকারী অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
প্যানভেল জোন ২ এর এসিপি রবীন্দ্র গীতা জানিয়েছেন, ‘কোয়ারেন্টাইন সেন্টারটিতে কোভিড-১৯ এবং সন্দেহভাজন কিছু রোগী ভর্তি রয়েছেন। সেখানকার রোগীর সংখ্যা প্রায় ৪০০ জন। তাদের মধ্যে একজন মহিলাকে ধর্ষণ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি অব্যবস্থাপনার অভিযোগে সরকারকে কটূক্তি করে। বিজেপি নেতা রাম কদম বলেন, “মহারাষ্ট্র সরকার কী করছে? তাদের অব্যবস্থাপনা এবং অবহেলার কারণেই এমন ঘটনা ঘটছে। কিছু কোয়ারেন্টাইন সেন্টারে সময়মতো খাবার সরবরাহ করে না করারও অভিযোগ তুলেছেন তিনি।