নিউজপিডিয়া ডেস্ক : শুক্রবার বিজেপির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সুবোধ সরকারকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ। এদিন ফালাকাটা থেকে তাকে চোপড়া থানার পুলিশ গ্রেফতার করে। চোপড়ায় কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর পর বাসে আগুন লাগানো হয়। সেই সংঘটিত হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। যদিও সেদিনের হিংসার ঘটনার বিজেপি নেতৃত্বকে আগেই দায়ী করে পুলিশ।
উল্লেখ্য, চোপড়া থানার অন্তর্গত সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ এলাকায় এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠে। স্থানীয়দের একাংশের দাবি, দুষ্কৃতীরা ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে। রবিবার এনিয়ে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে৷ স্থানীয় বাসিন্দারা গাছের ডাল ফেলে, টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসী ছাত্রী খুনের ঘটনার ক্ষিপ্ত হয়ে ওঠে। এনিয়ে সারাদিন এলাকা সরগরম ছিল। বিষয়টি নিয়ে আসরে নামে বিজেপি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল রাজ্যকে তোগ দাগেন। কিন্তু সেদিন সন্ধ্যায় ধর্ষণের অভিযোগ নস্যাৎ করে পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজের তরফে মৃত্যুর কারণ হিসাবে বিষক্রিয়ার কথা উল্লেখ করা হয়।