নিউজপিডিয়া ডেস্ক : পদ্মফুল ছেড়ে নিজের পুরানো দল তৃণমূল কংগ্রেসে ফিরলেন বিপ্লব মিত্র। উনি দীর্ঘদিন তৃণমূলের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি ছিলেন। শুক্রবার দুপুরে কলকাতার তপসিয়ায় তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে পতাকা নিলেন। সেই সঙ্গে দলে ফিরলেন বিপ্লববাবুর ভাই প্রশান্ত মিত্রও।
২০১৯ এর লোকসভা ভোটের আগে বিপ্লব মিত্র তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। অর্পিতা ঘোষ জেলায় দলের দায়িত্ব পাওয়ার পর তাঁকে কার্যত ব্রাত্য করা হয়। কিন্তু ২০২১-এর ভোটে বিপ্লব মিত্রকে বাইরে রেখে লড়াই করতে রাজি নয় তৃণমূল। তাই অর্পিতা ঘোষকে জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিপ্লববাবুর অনুগামী হিসাবে পরিচিত গৌতম দাসকে জেলা সভাপতি করা হয়। তারপরে তাঁর দলে ফেরার রাস্তা পরিস্কার হয়ে যায়। একসময় তিনি তৃণমূলের রাজ্য সহ সভাপতিও ছিলেন।এদিন বিপ্লব মিত্র ফের তৃণমূলে যোগদান করতেই জেলাজুড়ে তাঁর অনুগামীরা সক্রিয় হয়ে উঠেছেন।