নিউজপিডিয়া ডেস্ক: প্রধানমন্ত্রী নিজে হাতে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেই ধ্বংস হবে করোনা এমনটাই দাবি করলেন মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার তথা বিজেপি নেতা রামেশ্বর শর্মা।
আগামি ৫-ই আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই নির্মান কাজ শুরু হলেই বিনাশ ঘটবে করোনার, এমনটাই দাবি ওই বিজেপি নেতার। তিনি মনে করেন ভগবান রামই করনাকে ধ্বংস করতে পারে। বুধবার গোয়ালিয়রে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা বলেন, “খালি ভারত নয়। করোনার প্রকোপে ত্রস্ত গোটা বিশ্ব। আর এই সময় সবাই মহাপুরুষদের স্মরণ করে। এমনকী সুপ্রিম কোর্টও মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছে। ভগবান রাম আগেও রাক্ষসদের হত্যা করে মানবজাতিকে রক্ষা করেছেন। যখনই মন্দির নির্মাণ শুরু হবে, তখন থেকেই করোনা ধ্বংস হওয়া শুরু হবে।” তাঁর এই মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক। তিনি সাফ জানিয়ে দেন, করোনা রোধের একমাত্র উপায় ভগবান রামের এই মন্দির নির্মাণ।
করোনা পরিস্থিতিতে চিকিৎসা পরিকাঠামোয় নজর না দিয়ে প্রধানমন্ত্রী মন্দির নির্মাণের কাজ শুরু করবেন এ নিয়েও রাজনৈতিক তরজা হয়েছে বিস্তর। এই পরিস্থিতিতে রামেশ্বর শর্মার এহেন মন্তব্য বিতর্ক আরো উসকে দিয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।