পবিত্র বর্মন, শিলিগুড়ি: এনজেপির ড্রাইপোর্টে হামলা, এবং তৃণমূলের প্রতাপশালী নেতা অভিযুক্ত প্রসেনজিৎ রায়কে দল থেকে বহিঃস্কার নিয়ে মুখ খুললেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। এদিন শিলিগুড়িতে জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল ও নেতা জয়দীপ নন্দীকে পাশে বসিয়ে এনজেপির ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি।
এদিন সাংবাদিককের মুখোমুখি হয়ে সায়ন্তনের বলেন, প্রসেনজিৎকে বহিষ্কারের আগে থেকে সদ্য বিজেপিতে যোগ দেওয়া জয়দীপ নন্দীকে ফোন করে দলে যোগ দিতে চাপ দিচ্ছে শহরের এক মন্ত্রী। পাশাপাশি আরও অভিযোগ করে বলেন, এনজেপিতে সিন্ডিকেট তোলাবাজির টাকার ৮০ শতাংশ পিসির মন্দিরে যেত। তাঁর কথায়, ওই মন্ত্রী এভাবে তাদের কর্মীদের ফোন করে বিরক্ত এবং চাপ দিলে বিজেপি কর্মীরা তাঁর বাড়ি গিয়ে ধর্ণায় বসবে বলেও হুমকি দিয়ে রাখেন বিজেপি নেতা। উল্লেখ্য, এনজেপির ভাঙচুরের ঘটনায় বর্তমানে এখনও পলাতক প্রসেনজিৎ রায়। শিলিগুড়ির দলীয় নেতারা অভিযুক্ত এই তৃণমূল শ্রমিক নেতাকে দল থেকে বহিষ্কারও করে দিয়েছেন।