মনিরুল ইসলাম রাজী, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর থানার আইসির বিরুদ্ধে বেছে বেছে বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগ এনে থানার সামনেই ধর্নায় বসলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।
শুক্রবার সন্ধ্যাবেলা হরিশ্চন্দ্রপুর থানার বিদ্যান্দপুর ও ভক্তিপুর গ্রামে দলীয় কর্মসূচীতে যোগদান করেন সাংসদ। ঐ সমাবেশগুলিতে চারশোর বেশী জনসমাগম হয়েছিল বলে বিজেপির পক্ষ থেকে জানানো হয়। দলীয় কর্মসূচী সারার পর খগেনবাবু হরিশ্চন্দ্রপুর থানায় আসেন একগুচ্ছ অভিযোগ নিয়ে আইসি সঞ্জয় কুমার দাসের সাথে দেখা করতে। কিন্তু আইসি উনাকে নিজের অফিসে ঢুকতে দেননি বলে অভিযোগ করেন সাংসদ। এমনকি “ফোন ধরছেননা” বলে অভিযোগ করেন তিনি। এরপরই রাত সাড়ে দশটা নাগাদ উনি থানার সামনে বসে পরেন। হরিশ্চন্দ্রপুর থানার আইসির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন খগেনবাবু। “বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে, তাদেরকে ভয় দেখানো হচ্ছে” বলে অভিযোগ আনেন উত্তর মালদার সাংসদ। দলের একজন সমর্থক পুলিশের ভয়ে দেড় মাস থেকে ঘরছাড়া আছেন বলে দাবী করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, “সিভিক ভলেন্টিয়ারদের দ্বারা তোলাবাজি করানো হচ্ছে”।
থানা থেকে জানানো হয় যে সাংসদ কয়েক শত জনসাধারণকে নিয়ে থানায় আসেন। সাংসদ বারবার উত্তেজিত হয়ে পড়ছিলেন, এমনাবস্থায় ঝামেলা এড়াতে বাকি লোকেদের থানায় ঢুকতে বাধা দেওয়া হয়। কিন্তু সাংসদ জেলার স্থানীয় নেতাদের ছাড়া আলোচনায় বসতে রাজী ছিলেননা।
ধর্নায় বসার পর সাংসদ দাবী করেন আইসিকে থানার বাইরে সবার সামনে এসে তাঁদের অভিযোগ শুনতে হবে। একা আইসির সাথে দেখা করতে রাজী ছিলেননা তিনি। থানার কয়েকজন পুলিশ অফিসার বারবার বুঝিয়েও সাংসদকে ধর্না থেকে তুলতে পারেননি। “আজ আছি, কাল আছি, দাবী না মানলে দিনের পর দিন থাকবো, দরকার পড়লে পুরো জেলার, না হলে পুরো রাজ্যের লোককে ডাকবো এখানে”, বলেন খগেন মুর্মু।