কলকাতা, ২২ জুলাই: উচ্চস্বরে আজানের পরে এবার প্রকাশ্যে কোরবানির বিরুদ্ধে সরব হলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। ধর্মকে হাতিয়ার করে কুরবানির নামে পশুহত্যার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সেই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এক সপ্তাহ পরই বকরি ইদ। তার আগে এই মামলা দায়ের করলেন বিজেপি সাংসদ। প্রসঙ্গত, এর আগে একাধিকবার কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা দায়ের হয়েছে। ২০০৮-এ প্রথমবার মামলা দায়ের হয়। সেইসময় হাইকোর্ট নির্দেশ দেয় যে পশুহত্যার জন্য যে নিয়মাবলী আছে, তা মানতে হবে।
পশু কুরবানি ইসলামিক রেওয়াজ। এতে তো মুসলিম সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে। এই প্রসঙ্গে অর্জুন বলেছেন, “পরিবেশ রক্ষার্থে হিন্দুরা হোলি বা দীপাবলী পালন করা শুরু করেছে। কেবল আলো জ্বালিয়ে, শব্দবাজি ব্যবহার না করে দীপাবলী পালন করা হয় এখন। কুরবানির পরে মৃত পশুর রক্ত নদীতে যায়। যার ফলে মারাত্মক দূষণ হয় পরিবেশ।”
ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং মুসলিমদের কাছে অনুরোধ করেন আপনারা প্রিয়জনের ছবি কেকের উপর বসিয়ে তা কেটে বকরি ঈদ পালন করুন। এক সপ্তাহ পরই বকরি ইদ। তার আগে রাজ্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা জানতে চাওয়া হয়েছে মামলায়। দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে।