বিষ্ণুপদ রায়, হলদিবাড়ি: হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি যাতায়াতের রাস্তাটি দ্রুত সংস্কারের দাবিতে হলদিবাড়ি বাসস্ট্যান্ডে অবস্থান-বিক্ষোভে বসলেন বিজেপির হলদিবাড়ি টাউন মন্ডলের নেতাকর্মীরা। এই অবস্থান বিক্ষোভে সামিল হন জলপাইগুড়ি জেলার সহ-সভাপতি বঙ্কিম চন্দ্র রায়, মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার স্বপন সরকার, হলদিবাড়ি টাউন মন্ডলের সভাপতি হিতেন্দ্র নাথ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য দেবাশীষ চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

এ বিষয়ে বিজেপির মেখলিগঞ্জ বিধানসভার কনভেনার স্বপন সরকার বলেন, “তৃণমূল সরকার তো কাটমানির সরকার এরা তো কাটমানি ছাড়া কিছুই বোঝে না। এতদিন ধরে যে লকডাউন চলছিল তখনই তাঁরা পারত হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি যাতায়াতের রাস্তাটি সংস্কার করতে। কিন্তু তাঁরা সেটা করেনি কারণ কাটমানি ছাড়া তো কিছু বোঝেনা তৃণমূলের নেতারা। সাধারণ মানুষ থেকে শুরু করে রোগীদেরও এই রাস্তা দিয়ে চলাচল করতে অসুবিধায় পড়তে হয়। কিছু দিন আগে তো একজন বাস কন্ডাক্টরকে হলদিবাড়ি-জলপাইগুড়ি যাতায়াতের বেহাল রাস্তাটিতে মৃত্যু বরণ করতে হয়েছিল।এরপরও কি তৃণমূল কংগ্রেসের জনদরদী মুখ্যমন্ত্রী কোনও রকম ব্যবস্থা নিয়েছে। কাটমানির সরকার আর ওই হলদিবাড়ি-জলপাইগুড়ি যাতায়াতের বেহাল রাস্তাটি সংস্কার করতে পারবে না।আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে হলদিবাড়ি-জলপাইগুড়ি যাওয়ার যাতায়াতের বেহাল রাস্তাটি দ্রুত সংস্কার করে দেব।”