নিউজপিডিয়া ডেস্ক : করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার হসপিটালে ভর্তি হলেন বিজেপির জাতীয়স্তরের মুখপাত্র সম্বিত মহাপাত্র। জানা গিয়েছে, বর্তমানে তিনি দিল্লির গুরুগাঁয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রের খবর অনুযায়ী, করোনার সমস্ত উপসর্গ থাকার দরুন বৃহস্পতিবারে দিল্লির মেদান্ত হসপিটালে ভর্তি করা হয়েছে বিজেপির এই নেতাকে। বিজেপির অন্দরমহলে বেশ সক্রিয় এই কর্মীকে বিভিন্ন সংবাদমাধ্যমে ও টিভি চ্যানেলে বিজেপির হয়ে নেতৃত্ব দিতে দেখা যায়। এছাড়া সোশ্যাল মিডিয়াতেও তিনি বেশ সক্রিয়। ইতিমধ্যেই তাঁর লালারস সংগ্রহ করে করোনা টেস্ট এর জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়।