নিউজপিডিয়া ডেস্কঃ বাংলার বিধানসভা ভোটের মুখে ক্রমশই বাড়ছে রাজনৈতিক পারদ। রাজনৈতিক নেতাদের একের পর এক মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি। বুধবার হেস্টিংসে সাংবাদিক বৈঠক করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকরা দিলীপ ঘোষকে বাম-কংগ্রেস-আইএসএফ জোটের ফলে বিজেপির প্রতিযোগিতা আরও বেড়ে গিয়েছে কিনা জিজ্ঞাসা করলে, তার উত্তরে দিলীপ ঘোষ জানান, শুধু বাম-কংগ্রেস কেন, সব দল একসঙ্গে হয়ে গেলেও বিজেপি জিতবে। তিনি আরও বলেন, “এতে বিজেপির প্রতিযোগিতা বাড়ার কোনও প্রশ্নই ওঠে না। বিজেপি মানুষের বিশ্বাস জিতেছে।”
ভোটের মুখে তৃণমূল থেকেও নেতা নেত্রীরা এসে ভিড় করছে বিজেপিতে। গতকাল বিজেপিতে এসেছেন জিতেন্দ্র তিওয়ারিও ফলে তারাও টিকিট পাবেন কিনা এই ভোটে, সে ব্যাপারে তিনি দিলীপ বাবু বলেন, “কে টিকিট পাবে তা দল ঠিক করবে।” বলি টলি অভিনেত্রী অভিনেতাদেরও রাজনীতিতে যোগ দেওয়া অব্যাহত। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, “এর আগেই ছবির তারকারা বিজেপির হয়ে জিতেছেন, যাঁরা নিজের জীবনে সফল হয়েছেন, তাঁরা জানেন কিভাবে ভালো কাজ করতে হয়।”