লোকেশ দেবনাথ, নদীয়া: গত ৬ ই সেপ্টেম্বর নদীয়ার নবদ্বীপ চোটির মাঠ ময়দানে এক দলীয় জনসভায় যোগদান করতে আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই জনসভাকে কেন্দ্র করে ওই দিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটে মাঠ প্রাঙ্গনে। যার ফলে অপরিচ্ছন্ন হয়ে যায় মাঠের স্বাভাবিক পরিবেশ। মাঠের পরিছন্নতা ফিরিয়ে দিতে সোমবার দুপুরে নবদ্বীপ শহরের বিজেপি কর্মী সমর্থকদের উদ্যোগে আবর্জনা মুক্ত করা হয় সমগ্র মাঠটিকে। পাশাপাশি পরিষ্কার করা হয় হেলিপ্যাড এর জন্য ব্যবহৃত পার্শ্ববর্তী অপর একটি মাঠও।
গণতন্ত্র রক্ষার তাগিদে রাজনৈতিক দলগুলো জনসভা বা দলীয় কর্মসূচি পালন করে বিভিন্ন মাঠ ময়দানে। কিন্তু তার পাশাপাশি প্রাকৃতিক ও সামাজিক স্বচ্ছতা বজায় রাখতে দলীয় কার্যে ব্যবহৃত মাঠ পরিষ্কারের মধ্য দিয়ে পরিবেশকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকের, এই দিনের মাঠ পরিষ্কার কর্মসূচিতে উপস্থিত হয় এমনটাই বলেন নদিয়া জেলা বিজেপির সম্পাদক।