নিউজপিডিয়া ডেস্কঃ রাজ্য সফরে এসেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাই নাড্ডার সভায় বাসে করে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই বাস লক্ষ্য করেই গুলি ছোঁড়া হল। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। লালগড়ে ঢোকার মুখে ঝিটকার জঙ্গল থেকেই ওই গুলি করা হয়। আর এই ঘটনার পরই যথারীতি বিজেপি শিবিরের থেকে তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।
জেপি নাড্ডার সভায় যাতে বিজেপি কর্মী সমর্থকরা যোগ না দিতে পারেন তার জন্যই নাকি বাস লক্ষ্য করে গুলি করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে বিজেপি শিবির। যদিও এবারের টার্গেট জেপি নাড্ডা ছিলেন না। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ও বিজেপির অন্দরে।

এক সময় এই ঝিটকার জঙ্গল মাওবাদী অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত ছিল। তবে এখন সেরকম কোনও ব্যাপার নেই। কিন্তু তা ও ওই জঙ্গল থেকেই এই গুলি চলায় ঘটনাটা খতিয়ে দেখা হচ্ছে। এবং জেপি নাড্ডার সভার আগেই এই ঘটনা ঘটায় চিন্তায় পড়েছে বিজেপি। বিজেপির থেকে যদিও দাবি করছে যে, এই পুরো ঘটনার পিছনে তৃণমূলের যোগসাজশ রয়েছে।