নিউজপিডিয়া ডেস্কঃ এবারের বিধানসভা ভোটে প্রার্থী নিয়ে কোন্দল কমছে না বিজেপির। রাজ্যের প্রায় সব জেলায় প্রার্থী নিয়ে কর্মীদের অসন্তোষ লেগেই আছে। কোথাও সদ্য তৃণমূল ত্যাগী নেতাকে প্রার্থী করা নিয়ে কর্মীদের ক্ষোভ, কোথাও আবার ‘অশিক্ষিত’ লোককে প্রার্থী করায় ক্ষুব্ধ আদি বিজেপি কর্মীরা। কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থীকে বহিরাগত তকমা দিয়ে কিছুদিন আগে দলীয় কর্মী-সমর্থকরাই বিক্ষোভ দেখান। এ বার ওই আসনের বিজেপি প্রার্থী সৌমেন রায়কে বদলের দাবিতে কোমর বেঁধে আন্দোলনে নামলেন দলীয় নেতা-কর্মীরা। শনিবার থেকে সেখানকার বিজেপি কর্মী-সমর্থকরা আমরণ অনশন শুরু করলেন। প্রার্থী বদল করা না হলে নির্দল প্রার্থী দাঁড় করানোর হুমকি দিয়েছেন তাঁরা।
এদিন সকালে কালিয়াগঞ্জে দলীয় অফিসে স্থানীয় নেতারা প্রার্থী বদলানোর পরিকল্পনা করেন। যেমন ভাবা তেমন কাজ। কালিয়াগঞ্জ বিধানসভার আহ্বায়ক-সহ বেশ কিছু নেতা বিজেপি নেতা আমরণ অনশনে বসেন। তাঁদের দাবি, স্থানীয় কাউকে প্রার্থী করতে হবে৷ স্থানীয় বিজেপি নেতা রাণাপ্রতাপ ঘোষ বলেন, ‘‘আমরা জেলা নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বকে সবটা বলেছি। তাও প্রার্থী পরিবর্তন করা হয়নি। এই ঘটনার প্রতিবাদেই আমরা আমরণ অনশন শুরু করেছি। মনোনয়নের শেষ দিনের আগে প্রার্থী পরিবর্তন না হলে আমরা নির্দল প্রার্থী দাঁড় করাব বলে ঠিক করেছি। তবে কাকে প্রার্থী করব সে বিষয়ে সিদ্ধান্ত এখনও হয়নি।’’
এ বিয়য়ে বিজেপি প্রার্থী সৌমেন বলেন, ‘‘কর্মীরা কেউ অনশন করছে বলে শুনিনি। খোঁজ নেব।’