নিবারন রায়, ধূপগুড়ি: ধূপগুড়িতে আর নয় অন্যায় কর্মসূচিতে যোগ দিতে আসলেন কেন্দ্রীয় পর্যটন ও সাংস্কৃতিক মন্ত্রী প্রহ্লাদ যোশী। এদিন ধূপগুড়ির কলেজ মোড় সংলগ্ন এলাকায় বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়।
জানা গেছে, ধুপগুড়ীর দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই, এদিন ধূপগুড়িতে আসলেন কেন্দ্রীয় মন্ত্রী। আর কেন্দ্রীয় মন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক উন্মেদনা ছিল ধুপগুড়ির বুকে। ধূপগুড়ির বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মীরা কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা জানানোর জন্য উপস্থিত ছিলেন।