বিশেষ সংবাদদাতা: এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। লাঠি, বাঁশ দিয়ে মারধরের ফলে তাঁর হাত, পা ভেঙে যায় বলে অভিযোগ। গুরুতর জখম ওই বিজেপি কর্মী ভর্তি রয়েছেন বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমানের জামালপুরের ভেড়িলি এলাকায়।
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ভেরিলি বাজারে সব্জি কিনতে যান বিজেপি নেতা দেবব্রত শেঠ। সেই সময় বেশ কিছু তৃণমূল কর্মী এসে তাঁকে মারধর করে। ফলে হাত পা ভেঙে যায় তার। জখম অবস্থায় তাঁকে জামালপুর ব্লক স্বস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপর অবস্থা সংকটজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
দিন দিন এলাকায় তৃণমূলের সন্ত্রাস বাড়ছে বলে অভিযোগ করেন জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দী। দ্রুত অভিযুক্তদের পুলিশ গ্রেপ্তার না করলে পালটা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।