শচীন দাস, ইসলামপুর: গোয়ালপোখর থানার নন্দঝার হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হল বিজেপি মহিলা মোর্চা সম্মেলন। জানা গেছে, বিজেপির রাজ্য নেতৃত্বের ডাকে এই মহিলা মোর্চার কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল সারা রাজ্য জুড়ে। সেই কর্মসূচিকে সফল করতে রবিবার উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর বিধানসভার নন্দঝার হাই স্কুল প্রাঙ্গনে এই সম্মেলন কর্মসূচি পালন করা হয়।

জেলা বিজেপির মহিলা মোর্চার নেত্রী শিবানী সরকার মজুমদার জানান, এই সম্মেলন কর্মসূচি প্রত্যকটি বিধানসভায় হবে। আজ গোয়ালপোখর বিধানসভায় করা হল। সব মহিলা বিজেপিকেই ভোট দিবে বলে দাবি করেন তিনি। এবং তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, এই রাজ্যে মহিলারা সুরক্ষিত নয়। তাই মহিলারা বিজেপিকেই ভোট দিবে। বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের নেতৃত্বরা আমাদের সাথে আছে। এবং সবাইকে দেখে বিজেপির দিকে অনেক মহিলারা মা বোনেরা এগিয়ে আসছে। এবং মহিলারা বিজেপিকেই ভোট দেবে এবং ১০০ শতাংশ পরিবর্তন হবে বলে দাবি করেন তিনি।
