নিজস্ব সংবাদদাতা, হলদিবাড়ি: বুধবার হলদিবাড়ি শহরে বিজেপির যুব মোর্চার তিন মন্ডলের পক্ষ থেকে ৭ ই ডিসেম্বরের উত্তরকন্যা অভিযানের জন্য একটি পথসভার আয়োজন করা হয়।
এদিন উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলার যুব মোর্চার সহ-সভাপতি কমলেশ রায়, জেনারেল সেক্রেটারি বাপি রায়, সম্পাদক জ্যোতি বিকাশ রায় ও দক্ষিণ মন্ডলের যুব মোর্চার সভাপতি নিমাই রায় সহ অন্যান্য নেতা কর্মীরা।