নিউজপিডিয়া স্পোর্টস ডেস্ক: আবারও শিরোনামে ব্ল্যাক প্যান্থার্স অফিসিয়াল ফ্যান ক্লাব। এবার তারা তাদের মেটিয়াব্রুজ শাখার নাদিয়াল অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যৌথ উদ্যোগে আন্ত:জেলা ১৬ দলীয় একটি ফুটবল টূর্নামেন্টের আয়োজন করে। প্রায় ৭ দিন ধরে চলা এই টূর্নামেন্টের ফাইনাল খেলা ছিল বুধবার বিকাল ৩ টার সময়।

ফাইনালের দিন মাঠে হাজির ছিলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের সহকারী মাঠ সচিব বেলাল আহমেদ খান,কোচ শাহিদ রামন,অধিনায়ক প্রিয়ন্ত সিং এবং “বাংলার মেসি” নামে খ্যাত তীর্থংকর সরকার। বেলাল খান বলেন,
“ফুটবল আবার স্বমহিমায় ফিরছে দেখে ভালো লাগলো।” তীর্থংকর সরকার বলেন, “ফুটবল বাঙালীর রক্তে। এরা ফুটবল ছাড়া বাঁচতে পারে না।” কোচ শাহিদ রামনের কথায়, “আমরা ফুটবলের মানুষ। ফুটবল টানে আমাদের। তাই চলে এলাম আজকে।”ফ্যান ক্লাবের সভাপতি রহিম আলি বলেন, “এসব টূর্নামেন্ট থেকে অতীতে অনেক নামী খেলোয়াড় উঠে এসেছে।” তবে, খেপের মতো না করে এভাবে লিগ সিস্টেমে করলে চোট আঘাত কম হবে বলে তিনি মনে করেন।

এছাড়া ফ্যান ক্লাবের সম্পাদক মাকসুদ সাহেব, সদস্য মিরাজ সাহেব,আজহার,সাকিব সহ এলাকার সকলের সহযোগীতায় এরকম টূর্নামেন্টের মাধ্যমে মানুষের মনোরঞ্জন করতে পেরে যারপরনাই আনন্দিত। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, মহামেডান স্পোর্টিং ক্লাবের অন্ধভক্ত হাজী নাজির হোসেন সেখ।