বাপি আকুঞ্জি, ক্যানিং : রাজ্যের রক্ত সংকট মোচনে ও থ্যালাসেমিয়া রোগীর সাহায্যে রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং মহাকুমার ক্যানিং বাস স্ট্যান্ডে।এই রক্তদান উৎসবের আয়োজন করে ক্যানিং ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস। এই রক্তদান উৎসবে পাঁচশোর বেশি রক্তদাতা রক্তদান করে। সকাল দশটা থেকেই রক্ত সংগ্রহের কাজ শুরু করে রক্ত সংগ্রহকারী বিশেষ মেডিকেল টিম। রক্তদান উৎসব উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা জয়া দত্ত , এছাড়া উপস্থিত ছিল দক্ষিণ ২৪ পরগনা জেলার কো-অর্ডিনেটর পরেশ রাম দাস সহ আরো অন্যান্যরা।
রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদিকা বলেন : আজ ক্যানিং বাস স্ট্যান্ডে কো-অর্ডিনেটর পরেশ দাসের ব্যবস্থাপনায় এই রক্তদান উৎসব কে যারা সাফল্যমন্ডিত করল তাদের দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তিনি বলেন রাজ্য সরকার অসহায় মানুষের পাশে যেমন আছেন তেমন রক্ত সংকট মোচনে সদা ব্যস্ত। তাই আজ ক্যানিংয়ে তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে এই মহতী রক্তদান উৎসবের আয়োজন করোনা পরিস্থিতির সরকারি সব নিয়ম মেনেই।
রক্তদান উৎসবের শেষে দক্ষিণ ২৪ পরগনা জেলার কো-অর্ডিনেটর পরেশ রাম দাস বলেন : আজ এই মহতী রক্তদান উৎসবে ক্যানিং শহর সহ পার্শ্ববর্তী এলাকা থেকে প্রায় ৫০০ জনের বেশি রক্তদাতা রক্ত দান করেছেন।এই রক্তদান উৎসবে যারা রক্ত দান করেছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি আরো বলেন,ক্যানিংয়ে ইতিপূর্বে করোনা পরিস্থিতিতে রক্ত সংকট মোচনে গত চার মাস ধরে পাঁচবার রক্তদান উৎসবের আয়োজন করেছি।আগামীতে আবারো রক্ত সংকট মোচনে রক্তদান শিবিরের আয়োজন করবে বলে জানান পরেশ দাস।