নিউজপিডিয়া বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন আগে মারন ব্যাধি ক্যান্সারের কোপে পরে জীবনযুদ্ধে হার মেনেছেন অভিনেতা ইরফান খান। বলিউডে অগণিত ভক্তের স্মৃতিতে থাকলেও ইদানিং কালে অনেকেই বেরিয়ে এসেছেন সেই শোক থেকে। তবে বাবার মৃত্যুতে এখনও যে শোকাচ্ছন্ন অভিনেতার পুত্র বাবিল খান সেটা সম্প্রতি তার ইনস্টাগ্রাম পোষ্ট থেকেই স্পষ্ট।
সম্প্রতি ইনস্টাগ্রামে তার বাবার কিছু পুরনো ছবি পোস্ট করে বাবিল লিখেছেন, বাবার ভালোবাসার কথা মনে করে বারবার মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন তিনি। শুধু বাবার স্মৃতিচারণমূলক পোষ্ট করেই থেমে থাকেননি তিনি। বাবিল সুশান্তের মৃত্যুর পর তাকে নিয়ে নোংরা রাজনীতির কথাও উল্লেখ করেছেন। তিনি জানান, সুশান্তের মৃত্যুর জন্য আমরা সকলে দায়ী। বলিউডে শুধুমাত্র সিক্স প্যাক ওয়ালা নায়কদের ছবিই হিট হয়। তার বাবার অনেক ছবি প্রশংসাযোগ্য হলেও হিট করেনি।
ইরফান খান মারা যাবার পর থেকে একের পর এক স্মৃতচারণমূলক পোষ্ট করছিল তার স্ত্রী সুতপা ও ছেলে বাবিল। সুশান্তের প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বলিউডে সুশান্তের মত প্রতিভা সত্যিই বিরল। সুশান্তকে উল্লেখ করে বলেন যে, তিনি এমন একজন অভিনেতা তিনি একাধারে কোয়ান্টম ফিজিক্স বোঝেন, কবিতা পড়েন, বাচ্চাদের নাসায় পাঠাতে চান, জ্যোতির্বিদ্যা ভালবাসেন সেই সঙ্গে যোগ এবং আধ্যাত্মবাদেও আগ্রহী। কিন্তু তিনি যে সুশান্তের মৃত্যুর কারণ নিয়ে এমন পোষ্ট করবেন সেটা নেটিজেনদের ধারণার বাইরে ছিল। নিজের করা পোস্টে বাবার কোলে শুয়ে থাকার একটা ছবি উল্লেখ করে বাবিল বলেন, আমার বাবা আমাকে প্রথম যে শিক্ষাটা দিয়েছিল তা হলো, বলিউডে টিকে থাকতে হলে কোনো সাহায্যের আশা না করে নিজের সেরাটা দিয়ে নিজেকেই প্রমাণ করতে হবে। আর বাবা সেটাই করেছেন ৯০ এর দশক অবধি। যখন বলিউডকে ভালোভাবে কেউ জানতোই না।
বাবিল তার দীর্ঘ পোস্টে হতাশা ও যন্ত্রণার কথা ফুটিয়ে তুলেছেন। তিনি আরও জানান, আপনার কোনো ছবি ফ্লপ হলো মানে আপনাকে এটা বুঝতে হবে আপনার উপর থেকে বেশিরভাগ শেয়ার উঠে গেলো। আর সেটার দখল নিল সিক্স প্যাকের অধিকারী সেই সব অভিনেতারা। যদিও সুশান্তের মৃত্যুর পর এই বাঁধাধরা নিয়মের একটা পরিবর্তন আসতে চলেছে। তাই আমাদের সবার উচিৎ ভালো কিছু পরিবর্তন আসলেই সেটাকে গ্রহণ করা।