বসন্ত
সাফিকুল আলাম
উত্তর দিনাজপুর
ওই বসন্ত’ই বা কেমন,
যদি কোকিল না ডাকে।
ওই গোলাপ’ই বা কেমন,
যদি ভ্রমর না বসে।
ওই শিশির’ই বা কেমন,
যদি প্রভাতে স্বর্ণ ঔজ্জ্বল না হয়।
ওই বৃক্ষবন’ই বা কেমন,
যদি না তার মৃদুমন্দ বায়ুর সুবাস মানব চিত্তবৈকল্য দুর করে।
তোমার সৌন্দর্য’ই বা কেমন,
যদি কারো কাছে মূল্য না থাকে।
বাতাশের বেগ ধ্বংসাত্মক আর বিদ্যুতের চমক
একটি গোলাপের অহংকার চূর্ণবিচূর্ণ।
আকাশে বিচরণ করে চন্দ্র, নক্ষত্ররাজি বিবর্ণ।
সৌন্দর্য! দরবেশের সম্মোহন স্বাচ্ছন্দের আকৃষ্ট প্রমাণ।
কত উৎকর্ষমন্ডিত সৌন্দর্য, সময়ের নির্মম স্পর্শে হয়েছে ম্লান।
তুমি সময়ের অন্তরালে, আমার সম্মুখ হতে বিমুখ হয়েছো।
কত সেজদায় আর কত প্রার্থনায় তুমি ছিলে অবিরত।