নিউজপিডিয়া ডেস্ক, ১৬ জুলাইঃ পুলিশি অত্যাচারের চরম নির্মমতার ছবি দেখা গেল মধ্যপ্রদেশের গুনা শহরে। সরকারি জমি থেকে উৎখাতের জন্য লাথি, ঘুষি এমনকি লাঠির আঘাত করে চরম অমানবিকতার পরিচয় দিল বিজেপি শাসিত মধ্যপ্রদেশের পুলিশ। সহ্য করতে না পেরে পুলিশের সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে এক দলিত দম্পতি।
জানা গিয়েছে, গুনা শহরে বহু বছর ধরেই রামকুমার আহিরওয়ার ও সাবিত্রী আহিরওয়ার নামে এক দলিত দম্পতি বাস করতেন। কিন্তু যে জমিতে বাস করতেন সেটি ছিল সরকারি জমি। ওই সরকারি জমির উপর চাষ করেই তাঁদের পেট চলত। সূত্রের খবর, ২০১৮ সাল থেকে ২০ বিঘা প্লটের মধ্যে সরকারি কলেজ তৈরির কাজ শুরু হয়েছে। সেই সময় রাম কুমারকে সেই জমি থেকে উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
কিন্তু মাথা গোজার ঠাঁই না থাকায় ওই জমিতেই রয়ে যান দম্পতি। এরপর মঙ্গলবার পুলিশ আসে তাদের উৎখাত করতে। দম্পতি বাধা দিলে বেধড়ক মারধর করে পুলিশ। সেই সঙ্গে নষ্ট করে দেওয়া হয় জমির ফসল। বাধ্য হয়ে পুলিশের সামনেই বিষপান করেন ওই দম্পতি। এরপর পুলিশ জোর করে হাসপাতালে ভর্তি করে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পরে সেই অকথ্য পুলিশি অত্যাচারের দৃশ্য।
ভিডিয়োতে দেখা যায় তিন সন্তানের সামনেই দলিত দম্পতিকে মারধর করছে পুলিশ। ভিডিও ভাইরাল হতেই সরব হয় নেটিজেনরা। বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী। তীব্র নিন্দা জানিয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। এরপর চাপে পরেই অবশ্য ওই পুলিশ কর্মীদের সাসপেন্ড করার নির্দেশ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।