
নূর ইসলাম, শুকটাবাড়ি : কোচবিহার ১ নং ব্লকের অন্তর্গত শুকটাবাড়ি অঞ্চলের বাজার সংলগ্ন গ্রাম দুধের কুঠি দেওয়ান বসের বাসিন্দা শিবেন বর্মনের বাড়ি থেকে এটিএম কার্ড সহ ২০০০ টাকা চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। আনুমানিক গভীর রাতে তাঁরা এই কাজটি সম্পন্ন করেছিলো দুষ্কৃতীরা। বাড়ির মালিক শিবেন বর্মন জানিয়েছেন, এটিএম থেকে টাকা তুলে এনেছিলেন সন্ধেবেলা। শার্টের পকেটে রেখেছিলেন ২০০০ টাকা সহ এটিএম কার্ড টি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের মধ্যে একটি সুড়ঙ্গ দেখতে পান। তৎক্ষণাৎ শার্টের পকেট খুঁজে দেখেন কিছুই নেই সেখানে।
তিনি আরো জানান,” লকডাউন কর্মহীন হয়েছি এরমধ্যেই চুরি অনেকটা বিপদের মুখে ফেলে দিলো।”
চুরির ফলে অতিষ্ট গ্রামবাসীরা গ্রামের মধ্যে পুলিশ ক্যাম্প তৈরি করার দাবি জানিয়েছেন।