নিজস্ব প্রতিনিধি, নদীয়া: শনিবার সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) ৪৬.৫ লক্ষ টাকা মূল্যের পণ্য বাজেয়াপ্ত করেছে। ভারতের গিদে থেকে বাংলাদেশের দর্শনা যাওয়ার পথে পণ্যগুলো আটক করা হয়। ট্রেনে করে নিয়ে গিয়ে পণ্যগুলো প্রতিবেশী দেশে পাচার হচ্ছিল।
বিএসএফ- এর পক্ষ থেকে জানানো হয়েছে, রুটিনমাফিক তল্লাশি চালানোর সময় বাংলাদেশে পাচার হওয়া পণ্যগুলি পাওয়া গিয়েছিল।
টহলরত সীমান্ত রক্ষীরা ৩ নম্বর সিরিয়ালের একটি ওয়াগন পর্যবেক্ষণ করতে গিয়ে সেটির সিলে ছিদ্র দেখতে পান। আগ্রহ সহকারে দেখতে গিয়ে সেখানে কিছু সন্দেহজনক জিনিস দেখতে পেয়েছিল। তখন তাঁর বিএসএফের সিনিয়র অফিসার, কাস্টমস এবং আরপিএফ-কে বিষয়টি জানান। পরবর্তীতে সেনাবাহিনী কাস্টম অফিসার এবং আরপিএফ কর্মকর্তাদের উপস্থিতিতে ওয়াগনটি খুলে এবং ফুটওওয়্যার, কসমেটিকস, মোবাইল ফোনের মতো প্রায় ৩০টি কার্টন পাওয়া যায়।
৫৪ ব্যাটালিয়ন বিএসএফ-এর কমান্ডিং অফিসার দেশরাজ সিং জানিয়েছেন, গত এক মাসে এটি দ্বিতীয়বার পণ্য আটক। কাস্টমস অবৈধ পণ্য পাচারের অভিযোগে মামলা করা হয়েছে। আটক করা পণ্যগুলো তাদেরকে হস্তান্তরিত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।