নিউজপিডিয়া ডেস্ক: মারণ রোগ করোনার জন্য চলছে লকডাউন। আর লকডাউনের কারনে বন্ধ সব কিছু। বন্ধ পৌর নির্বাচনও। রাজ্যের প্রায় সব কটি পৌর বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু করোনার জন্য নির্বাচন সম্ভব হয়নি তাই পুরসভার চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে বসানোর সিদ্ধান্ত নেয় রাজ্য। আর তাই কোচবিহার পৌরসভার প্রশাসনিক পদে বসানো হলো ভূষণ সিং কে এবং বোর্ড এর সদস্য করা হলো ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ কে।
অন্যদিকে দিনহাটার পৌর সভার চেয়ারম্যান উদয়ন গুহ কে ঐ পৌর সভার প্রশাসনিক পদে বসানো হয়েছে এবং বোর্ডের সদস্য হিসেবে নেওয়া হয়েছে ভাইস চেয়ারম্যান শুভময় চক্রবর্তীকে। এবং মাথাভাঙা পৌর সভার প্রশাসনিক পদে বসানো হয়েছে লক্ষপতি প্রামানিক মহাশয়কে।