
দ্য থার্ড আই স্পোর্টস ডেস্ক :করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় নিজের ব্যক্তিগত প্রাইভেট জেটে করে ইতালির তুরিন পাড়ি দিলেন পর্তুগীজ সুপারস্টার ও জুভেন্তাস তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ইতালিতে পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে এই পর্তুগিজ উইঙ্গারকে। যার ফলে আগামী ১৮ মে থেকে প্র্যাক্টিস শুরু করবেন সি-আর সেভেন। তবে প্র্যাক্টিসে নামার আগে করোনা পরীক্ষা করেই নামতে হবে তাকে। বিদেশ থেকে আসা অন্য প্লেয়ারদেরও থাকতে হবে কোয়ারেন্টিনে।
উল্লেখ্য, ইতালিতে করোনাভাইরাসের প্রার্দুভার শুরু পরই নিজের দেশ পর্তুগালে ফিরে এসেছিলেন রোনালদো। ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে দেশটি। এরইমধ্যে ইতালি সরকার সিরি-এ দলগুলোকে অনুশীলন শুরু করার অনুমতি দিলে জুভেন্টাসও তাদের সব ফুটবলারকে তুরিনে ফেরার নির্দেশ দিয়। এরই প্রেক্ষিতে তিনিও ইতালিতে ফিরতে চেয়েছিলেন।
কিন্তু সেখানে সমস্যা বাধে; ব্যাক্তিগত বিমানটি আটকে রাখে স্পেন সরকার। গত রোববার পর্যন্ত উড়ার অনুমতি দেওয়া হচ্ছিল না। অবশেষে ওড়ার অনুমতি পেলে সোমবার বিমানটি পৌঁছায় রোনালদোর নিজের শহর মাদেইরাতে। সেই বিমানে করেই সোমবার রাতে তুরিনের পথে পাড়ি দেন এই জুভেন্তাস তারকা।