নিউজপিডিয়া ডেস্ক : শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যে দীর্ঘদিন জটিলতা চলছিল। তবে এবার কলকাতা হাইকোর্টের রায়ে সাময়িক স্বস্তিতে রাজ্য সরকার। শিক্ষক নিয়োগ নিয়ে নানা মামলার মধ্যে একটি মামলার নিষ্পত্তি ঘটলো। ২০১২ সালের এসএসসি মামলায় রাজ্য সরকার অবশেষে জিতলো। পরীক্ষার্থীদের একাংশ সরকারের বিরুদ্ধে আদালতের দারস্থ হন।
বুধবার কলকাটা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেন, ‘কম্বাইন্ড মেরিট লিস্ট চূড়ান্ত নিয়োগ তালিকা নয়। ৩৬ হাজার ১৪০ জনের তালিকা নিয়োগ তালিকা নয়।’
এদিন পরীক্ষার্থীদের করা মামলা খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। ২০১১ সালের ডিসেম্বর মাসে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়। এই প্রক্রিয়ায় প্রায় ৩০ হাজার শিক্ষককে নিয়োগ করা হয়। এছাড়াও কম্বাইন্ড মেরিট লিস্টে প্রায় ৬ হাজার পরীক্ষার্থীর নাম ছিল। ওই ৬ হাজার পরীক্ষার্থীর নিয়োগ চেয়ে অসংখ্য মামলা হয়েছিল হাইকোর্টে। বিচারপতি রাজশেখর মান্থার রায়ে এদিন সব মামলার নিষ্পত্তি হল।