নিজস্ব সংবাদদাতা, ডোমকল: ডোমকল বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থীর মোস্তাফিজুর রহমান রানা জোরকদমে ভোট প্রচার সারলেন ডোমকলের রায়পুর অঞ্চলের একাধিক গ্রামে।
রবিবার ভোট প্রচারে এসে সাধারণ মানুষের সাড়া পেয়ে, সিপিআই(এম) প্রার্থী মোস্তাফিজুর রহমান রানা বলেন, বিগত দিনের ভোট প্রচারে এমন সাড়া কখনো কোনো দল পাইনি।
সাধারণ মানুষের সাড়ায় বোঝা যাচ্ছে এবারও ডোমকল বিধানসভা নির্বাচনে আমাদের জয় নিশ্চিত। পাশাপাশি তিনি বলেন, ডোমকলের প্রকৃত উন্নয়ন বাম পন্থী রায় করেছে। স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা,ঘাট থেকে শুরু করে সমস্ত উন্নয়ন আনিসুর রহমানের ও কংগ্রেসের আমলে হয়েছে বলে দাবি সিপিআইএম প্রার্থী রানার।
তিনি আরো বলেন বারবার ডোমকলের মানুষ বিধানসভা নির্বাচনে আমাদের উপরে আস্থা রেখেছে এবারও রাখবে তাদের যেসব প্রতিশ্রুতি দিয়েছি সঠিকভাবে পালন করেছি। আগামী দিন পালন করবো বলেও তিনি জানিয়েছেন।