নিজস্ব প্রতিনিধি, নদীয়া: শনিবার রাতে গাঁজা সহ একটি ট্রাক ও আরও ২ জনকে আটক করা হয়েছে নদিয়ার পাগলাচণ্ডীতে। সূত্র মারফত খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ পাগলাচণ্ডীর কাছে ট্রাকটিকে আটক করে। ট্রাক থেকে প্রায় ১৩ কুইন্টাল গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ গাড়িটির চালক ও খালাসি দুইজনকে গ্রেফতার করেছে। তাদের একজন শাহজাহান তরফদার এবং অপরজন হল উত্তম দেবনাথ। পুলিশ জানিয়েছে, ধৃতদের জেরা করা হয়। তারা জানিয়েছে, কোচবিহার থেকে ট্রাকে করে গাঁজা আনা হচ্ছিল নদিয়ায়।
মে মাসে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি পুলিশ জলপাইগুড়ির তিস্তা ব্রিজ সংলগ্ন এলাকায় একটি গাড়ি আটকায়। কুমড়ো বোঝায় গাড়িটি থেকে প্যাকেটজাত প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার হয়। সেই গাড়িটিও কোচবিহার থেকে নদিয়ার পলাশি আসছিল।
অনেকের ধারণা, বাংলাদেশ থেকে সীমান্ত পার করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় গাঁজা আসে। সেখান থেকে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে সেই গাঁজা দক্ষিণবঙ্গে আসছে। তবে পুলিশের ধারণা, গাঁজা পাচারের বড় চক্র রয়েছে।