বিশেষ প্রতিনিধি, কলকাতা: আমরা এতদিন ‘মশা মারতে কামান দাগা’ প্রবাদ বাক্য শুনেছি। এবার শুনব, ‘করোনা মারতে কামান দাগা’। করোনা মারতে এমনই কামান দাগার ব্যবস্থা করেছে শহরের পুরসভা। এজন্য মিস্টিং ক্যানন কিনতে হয়েছে পুরসভাকে। এর দ্বারা করোনা প্রতিরোধ করা অনেক কার্যকরী হবে বলে দাবি কলকাতার বর্তমান মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের।
এই যন্ত্রেটির মাধ্যমে জলকণাগুলি কুয়াশার আকারে বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে অল্প সময়ে বেশি জায়গাজুড়ে জীবাণুনাশকের কাজ করা সম্ভব। জলে জীবাণুনাশক মিশ্রিত করে করোনাকে প্রতিহত করতেই এমন ব্যবস্থা গ্রহণ করেছেন ফিরহাদ হাকিম।
দিল্লীতে এর আগে দূষণ নিয়ন্ত্রণে মিস্টিং ক্যাননের ব্যবহার করা হয়েছিল। চীনের হুবেই প্রদেশের রাস্তাকে জীবাণুমুক্ত করতেও এই যন্ত্রের ব্যবহার করা হয়েছিল। আর এবার রাজ্যের প্রাণকেন্দ্র খাস কলকাতায় হল যন্ত্রটির ব্যবহার।
বিশেষজ্ঞদের মতে, যন্ত্রেটির ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। কারণ এর অতিরিক্ত ব্যবহারের কারণে করোনার সঙ্গে সঙ্গে মারা পড়তে পারে উপকারী জীবাণুও। আবার ব্যবহৃত রাসায়নিকের স্থায়ী প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে শহরবাসীর স্বাস্থ্যে।