নিউজপিডিয়া ডেস্ক: বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই বেড়ে চলেছে রাজনৈতিক উত্তেজনা। কখনও দেওয়াল লিখন নিয়ে উত্তেজনা, কখনো দেখা যাচ্ছে দল বদলের হিড়িক। এবার তৃণমূলের দেওয়াল লিখন নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলো তারকেশ্বরে।
তারকেশ্বরের রামচন্দ্রপুর গ্রামে তৃণমূলের একটি দেওয়াল লিখনে দেখা যাচ্ছে ব্যান্ডেজ পায়ে দাঁড়িয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পায়ের নীচে রয়েছে একটি বৃদ্ধের মুখ। নীচে লেখা রয়েছে “ভাঙা পায়ে খেলা হবে।” আর এই ব্যঙ্গচিত্রকে ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য।
বিজেপির অভিযোগ, নীচের বৃদ্ধের মুখটি আসলে নরেন্দ্র মোদির। তারা বলছেন, এই ছবির মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে। এটি বাংলার সংস্কৃতি নয়। স্থানীয় বিজেপি নেতা গণেশ চক্রবর্তী জানিয়েছেন, নির্বাচন কমিশনে এই কুরুচিকর দেওয়াল লিখন মুছে দেওয়ার জন্য আবেদন জানানো হবে।
অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তারা জানিয়েছেন, এই মুখটি কোনোভাবেই প্রধানমন্ত্রীর নয়। তবে বিজেপি মনে করলে কিছু করার নেই। তাছাড়া ভোটের প্রচারে ব্যঙ্গচিত্র নতুন কিছু নয়।