রবিউল হোসেন: করোনার দাপটে এখনও কাঁপছে গোটা বিশ্ব। সংক্রমণের সংখ্যা ৭৫ লাখ, মৃত্যু হয়েছে ৪ লাখেরও বেশি মানুষের। এই ভাইরাসের উৎপত্তি স্থল নিয়ে ধোঁয়াশা থাকলেও গোটা বিশ্বে করোনা ছড়িয়ে পড়ার জন্য চীনকেই দায়ী করে কাঠগড়ায় তুলেছে আমেরিকাসহ একাধিক দেশ। তাদের প্রত্যেকেরই অভিযোগ চীনের উহান প্রদেশই এই ভাইরাসের উৎপত্তিস্থল।
আর এরই মধ্যে করোনা ছড়িয়ে পড়ার কারণ হিসাবে সেই চীনকেই দায়ী করে মামলা হল বিহারের এক আদালতে। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং’এর পাশাপাশি মামলা দায়ের করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর ডিরেক্টর জেনারেল টেডরস অ্যাঢানম ঘেব্রেইসুস’এর বিরুদ্ধেও। আর এই অভিযোগ পত্রে সাক্ষী হিসাবে নাম রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প’এর।
আইনজীবী মুরাদ আলির অভিযোগ, ‘সারা বিশ্বে করোনা ছাড়ানোর কাজটা হাত মিলিয়ে করেছেন চিন ও হু। এই কারণেই কয়েক লাখ মানুষের মৃত্যু হয়েছে।’ তাঁর নির্দিষ্ট অভিযোগ, ‘২০১৯ সালের ডিসেম্বর মাসে উহান প্রদেশ থেকে করোনা ভাইরাস ছড়ানোর জন্য দায়ী চীনা রাষ্ট্রপতি জিনপিং। অন্যদিকে চীনের পক্ষ নিয়ে করোনা সংক্রমণের তথ্য চেপে যাওয়ার জন্য দায়ী হু’এর প্রধান।’
গতকাল বৃহস্পতিবার বিহারের পশ্চিম চম্পারণ জেলার বেতিয়া সেক্টরে প্রধান বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে এই সম্পর্কিত মামলাটি হয়। ভারতীয় দন্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ ও ১২০(বি) ধারায় মামলাগুলি করা হয়েছে। আগামী ১৬ জুন এই মামলার শুনানি হবে।
অভিযোগের উৎস হিসাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ও পত্রিকায় প্রকাশিত করোনা সম্পর্কিত প্রতিবেদনগুলিই আদালতে উপস্থাপনা করবেন বলেও জানিয়েছেন আইনজীবী মুরাদ আলি।