নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের উন্নয়নের লক্ষ্যে প্রচেষ্টা শুরু করলো সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার। কোচবিহার ১ নম্বর ব্লকের এল জানের কুঠি এলাকায় স্থানীয় কৃষক ও মহিলাদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় বাস্তবায়িত হল। সাতমাইল সতীশ ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সেন্ট্রাল ইনস্টিটিউট অফ অ্যাকোয়াকালচার এর ডিরেক্টর ডঃ সরোজ কুমার সোয়াইন। এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও কোচবিহার কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীগণ। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত শতাধিক ব্যক্তিবর্গের সামনে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ ও প্রাণীজ সম্পদ পালনের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। উদ্বোধন করা হয় কৃষি বিষয়ক দুটি পাঠশালার।

ড: সরোজ কুমার সোয়াইন জানান, “বিগত মাস থেকেই আমরা উত্তরবঙ্গের কোচবিহার জেলায় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ও কোচবিহার কৃষি বিজ্ঞান কেন্দ্রের সাহায্যে কৃষকদের উন্নতিকল্পে কাজ করে চলেছি। আগামী দিনে আরও কৃষক উপকৃত হবে এই এলাকায়।” সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার অ্যাকোয়াকালচার এর সঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় একটি মৌ স্বাক্ষরিত হয় বলে জানা গেছে।
