
দি থার্ড আই ডেস্ক: কোন গোষ্ঠীর দায় সমগ্র সম্প্রদায়ের উপর আরোপ করা উচিত নয়: কেন্দ্রীয় মন্ত্রী একটি গোষ্ঠীর অপরাধের দায়ে সমগ্র সম্প্রদায়কে দোষারোপ করা উচিত নয়। বৃহস্পতিবার সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাখভী একথা জানিয়েছেন। করোনা সংক্রমনের বিষয়ে দিল্লীর তাবলীগি জামাতের ধর্মীয় সমাবেশের মাধ্যমে করোনা সংক্রমণ ছড়ানোর দায় সমগ্র মুসলিম সম্প্রদায়ের উপর চাপিয়ে দেওয়া প্রসঙ্গে একথা বলেন তিনি। পিটিআই কে এক সাক্ষাৎকালে তিনি বলেন, লকডাউনের সময় রমযান মাসে মুসলিমরা নির্দেশিত পথেই চলবে। নাখভী জানিয়েছেন, ইমাম, উলেমা, মুসলিম সংগঠনগুলি সিদ্ধান্ত নিয়েছে, পবিত্র রমজানের সময় মুসলিমরা মসজিদে একত্রিত হবে না। তাছাড়া ইফতার ও তারাবী তারা বাড়িতেই পালন করবে। তিনি আরও জানিয়েছেন যে, রাজ্য ওয়াকফ বোর্ডের সঙ্গে তিনি কথা বলেছেন, কথা বলেছেন ইমাম, সামাজিক ও রাজনৈতিক নেতাদের সঙ্গেও। তাঁদের সঙ্গে তিনি আলোচনা করেছেন রমজানের সময়ে লকডাউন ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়ে। নিজামুদ্দিনের তাবলীগি জামাত সমাবেশ থেকে করোনা সংক্রমন ছড়ানো প্রসঙ্গে মুসলিমদের অতিমারির জন্য দায়ী করেছে কিছু মানুষ। এ প্রসঙ্গে তিনি বলেন, “কখনও কোনও একটি গোষ্ঠীর অপরাধে সমগ্র সম্প্রদায়কে দোষারোপ করা যায় না।” গত সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছিল ১৪৩৭৮ জনের করোনা আক্রান্তের মধ্যে ২৯.৮% নিজামুদ্দিনের সঙ্গে সম্পর্কযুক্ত।