
নিজস্ব সংবাদদাতা: কোচবিহার ১ নং ব্লকের অন্তর্গত মোয়ামারী অঞ্চলের কানাড়া ব্যাংকে সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই ভিড় জমিয়েছেন গ্রাহকরা। অসচেতন গ্রাহকদের সচেতন করতে এগিয়ে এলেন চাঁদ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। নভেল করোনা ভাইরাস রুখতে সারাদেশ ব্যাপী জারি হয়েছে লকডাউন। সাধারণ মানুষের কথা ভেবে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়নি ব্যাংক গুলিকে। দুস্থ মানুষদের সাহায্যের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সকারের বিভিন্ন প্রকল্প থেকে টাকা ঢুকতে শুরু করেছে গ্রাহকদের একাউন্টে। সেই টাকা তুলতে এবং টাকা ঢুকেছে কিনা জানার জন্য ব্যাংক গুলিতে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। মোয়ামারী অঞ্চলের কানাড়া ব্যাংকে গ্রাহকদের ভিড় সামলানো এবং সচেতনতা বজায় রাখার জন্য ব্যাংকের প্রবেশদ্বারে একজন সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত ছিলেন। কিন্তু গ্রাহকের সংখ্যা এত বেশি ছিলো যে হিমশিম খেতে হচ্ছিলো সেই সিভিক ভলেন্টিয়ারকে। এই খবর পাওয়ার পর সেখানে দ্রুত পৌঁছে যান চাঁদ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ। সেখানে পৌঁছে তারা নারী ও পুরুষদের জন্য ভিন্ন ভিন্ন লাইন করে দেন এবং গ্রাহক রা যাতে সামাজিক দূরত্ব বজায় রাখেন সেদিকে লক্ষ্য রাখেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার লিটন সরকার জানিয়েছেন, আজ চাঁদ ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা যেভাবে মানুষকে সচেতন করলো তা প্রশংসনীয়।
সোসাইটির সম্পাদক গোলাম মোস্তফা জানান, কয়েকদিন আগে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রীমতি গঙ্গা ছেত্রী মহাশয়া, এলাকার বিভিন্ন সমাজসেবী সংস্থা, সিভিক ভলেন্টিয়ার, পঞ্চায়েত সদস্য ও অন্যান্য মানুষজন কে নিয়ে সচেতনতার বার্তা দেন তবুও মানুষ সচেতন হচ্ছে না এটা দুর্ভাগ্যজনক। মানুষকে সচেতন করতে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাবো।
চাঁদ ওয়েলফেয়ার সোসাইটির অন্যতম সদস্য দুলাল রহমান জানান, আমরা সোসাইটির সমস্ত সদস্য অঙ্গীকার করেছি এই মহামারিতে সর্বদা মানুষের পাশে থাকবো।