নিউজপিডিয়া ডেস্ক: গতরাতে ভারী বৃষ্টিপাতের জেরে চামোলী জেলার বদ্রীনাথ জাতীয় সড়কে ভূমিধসের সৃষ্টি হয়। সেই কারণে বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে এবং একটি রাস্তা বন্ধ হয়ে গেছে। ভূমিধসের কবলে স্থানীয় এক বাড়িতে ২১ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। এদিকে সোমবারের প্রবল বৃষ্টিতে মা ও তাঁর শিশু সহ তিনজনের মৃত্যুর খবর মিলেছে। এমনকি দুটি বাড়ি ভেসেও গেছে। বন্যায় বাড়িঘর ভেসে রূপা দেবী (৩৫) নামে এক মহিলা সহ তাঁর ৯ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে।
একটি পুলিশ পোস্টও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিছু গাছ উপরে যাওয়ায় এবং বিদ্যুতের খুঁটিও পড়ে যাওয়ার ফলে রাস্তায় চলাচলের বিঘ্ন ঘটে।
গত রবিবারও উত্তরাখণ্ডের চামোলি জেলার লামবাগরে একটি ভূমিধস ঘটে যা বদরিনাথ জাতীয় মহাসড়কের যানজটের সৃষ্টি করে।

স্থানীয় বাসিন্দা এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে বহু মানুষকে নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছে। ভারত আবহাওয়া দফতরের মতে, আগামী তিন দিনের মধ্যে উত্তরাখণ্ডের বিচ্ছিন্ন জায়গায় খুব ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।