নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সঙ্কটময় করোনা পরিস্থিতির মাঝেই সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার এক বৈঠকের পর একথার ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
জানা গিয়েছে, জুনিয়র ডাক্তাররা এতদিন ২৩৬২৫ টাকা মাসিক সাম্মানিক পেতেন। রাজ্য সরকার প্রতি মাসে ৪৪২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় জুনিয়র ডাক্তারদের মাসিক সাম্মানিক বেড়ে হচ্ছে প্রায় ২৮ হাজার টাকা।
নবান্নে এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “করোনা পরিস্থিতিতে জুনিয়র ডাক্তাররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন, তাকে সম্মান জানাতেই তাঁদের সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।”
উল্লেখ্য জুনিয়র ডাক্তাররাই হল রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মূল স্তম্ভ। পুরো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা সাধারণত এদের উপরই নির্ভরশীল। মূলত হাসপাতালের হস্টেলে থেকেই উদীয়মান চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রোগীদের সুস্থ করে তোলেন তাঁরা। তাছাড়া বর্তমানে করোনা সংক্রমণের শঙ্কাও রয়েছে।