নিউজপিডিয়া ডেস্ক, ১৬ জুলাইঃ মহারাষ্ট্রের পালঘর জেলায় দুইজন সাধু ও একজন গাড়িচালকের মবলিঞ্চিং ঘটনায় ১২৬ জনের বিরুদ্ধে ৪৯৫৫ ও ৫৯২৪ পাতার দুটি চার্জশিট দাখিল করল মহারাষ্ট্র সিআইডি। এই মামলায় ৮০৮ জন সন্দেহভাজন ও ১১৮ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। এখনও পর্যন্ত ১৫৪ জনকে গ্রেফতার করা এছাড়া। সেই সঙ্গে ১১ জন কিশোরকেও আটক করা হয়। এই মবলিঞ্চিং ঘটনার জন্য ধর্মীয় কারণের কথা অস্বীকার করেছেন তদন্তকারী কর্মকর্তার।
এই বছর ১৬ ই এপ্রিল মহারাষ্ট্রের পালঘর জেলার গড়চিঞ্জলী গ্রামে
ছেলে ধরা সন্দেহ সুশীল গিরি মহারাজা , নীলেশ তেলগড়ে নামের দুইজন সাধু ও তাদের গাড়িচালক চিকনে মহারাজকে প্রায় ২০০ জনের ভিড় পিটিয়ে হত্যা করে। ঘটনার পর মহারাষ্ট্র সরকার ৩৫ জন পুলিশ কর্মীকে বলদি করে ।