নিউজপিডিয়া ডেস্ক, ৮ জুলাই: অবশেষে জল্পনা কল্পনার অবসান। ফের জঙ্গলমহলের রাজনীতিতে দেখা গেলো পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির প্রাক্তন নেতা ছত্রধর মাহাতোকে। তবে এবার তিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করবেন। বুধবার গোপীবল্লভপুর ১ ব্লকের গোপীবল্লভপুর বাজার এলাকায় তৃণমূলের কর্মীসভা হয়। সেখানেই তৃণমূলে যোগ দেন ছত্রধর মাহাতো। পাশাপাশি তিনি দাবি করেন, তিনি আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সমর্থক।
তৃণমূলের দাবি, এদিন ৩০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয়। ছত্রধর বাবু নিজেই তাঁদের হাতে দলীয় পতাকা তুলেদেন। তিনি বলেন, “আমাদের দল তৃণমূল কংগ্রেস এখানে অনেক খানি পিছিয়ে পড়েছে। আজকের এই উৎসাহ দেখে আমার মনে হয় পিছিয়ে পড়া বলে কিছু হয় না। কারণ মানুষেই গড়তে পারে, তৈরি করতে পারে ,মানুষের পরিবর্তন আনতে পারে।”
২০০৮ সালের শেষের দিকে জঙ্গলমহলে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটির মুখপাত্র হিসাবে কাজ করতেন। তৎকালীন রাজ্য সরকার বিরোধী আন্দোলনেও তাঁকে সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়। ২০০৯ সালের
দুর্গাপুজোর সময় তাঁকে গ্রেফতার করা হয়। UAPA ধারায় তাঁকে পুলিশ গ্রেফতার করে। তাঁর মুক্তির দাবিতে নাগরিক সমাজের একাংশ সরব হয়েছিলেন। কবীর সুমন “ছত্রধরের গান” নামে এক রাজনৈতিক অ্যালবাম প্রকাশ করেছিলেন।