নিউজপিডিয়া ডেস্ক, ১৬ জুলাইঃ এশিয়ান গেমসে হেপ্টাথেলন বিভাগে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, স্বপ্নার বিরুদ্ধে বন দপ্তরের দায়ের করা মামলা তুলে নেওয়া হবে। এদিন তাৎপর্যপূর্ণভাবে বন দপ্তরের তদন্তকারী আধিকারিক সঞ্জয় দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা।
উল্লেখ্য, কয়েকদিন আগে সোনার মেয়ে স্বপ্নার বিরুদ্ধে বেআইনিভাবে কাঠ মজুতের অভিযোগ তুলেছিল বন দপ্তর। স্বপ্নার বাড়ি গিয়ে মজুত কাঠের কাগজও দেখতে চায় তারা। এবার এই ঘটনায় স্বপ্নার পাশেই দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বলেন, “স্বপ্না খুব ভাল মেয়ে। রাজবংশী মেয়ে। বাংলার গর্ব। আমি ওকে খুব ভালবাসি। বন দপ্তর ওর বিরুদ্ধে বেআইনিভাবে কাঠ মজুতের মামলা করেছে। আমি আগে জানতাম না। জানতে পেরেই আমি ওকে ফোন করেছিলাম। আমার সঙ্গে ওর কথা হয়েছে। আমি বলেছি এ বিষয়ে কোনও চিন্তা না করতে।”
সঞ্জয় দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, ‘‘আমরা কিছুই জানতে পারিনি। কাউকে কিছু না জানিয়েই স্বপ্নার বাড়িতে অভিযান হয়েছে। যে করেছে তাঁকে অন্য জায়গায় বদলির ব্যবস্থা হচ্ছে।’’
গত কদিন ধরে রাজবংশী সম্প্রদায়ের একাংশ স্বপ্নাকে ফাঁসানোর অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়। অনেকে স্বপ্নার বাড়ি গিয়ে পাশে থাকার আশ্বাস দেন। আর এদিন মুখ্যমন্ত্রীর এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।