লোকেশ দেবনাথ, নদীয়া: রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্প ‘চোখের আলো’কে সামনে রেখে সোমবার দুপুরে নবদ্বীপ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের উপস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো চোখের আলো প্রকল্প। এই দিন পৌরসভার অন্তর্গত মোট তিনটি জায়গায় পৌরসভা ও জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষজনদের চক্ষু পরীক্ষা করা সহ বিনামূল্যে তাদেরকে চশমা প্রদান করা হয়। এই প্রকল্পের মাধ্যমে আগামী দিনে যে কোনো বয়সী সাধারন মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু পরীক্ষা সহ চক্ষু বিষয়ক চিকিৎসা করাতে পারবেন বলে জানা গিয়েছে পুরসভা সূত্রে।

এদিন নবদ্বীপ পৌরসভা এলাকায় মোট তিনটি স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা শুরু হলো। তবে সাধারণ গরিব মানুষদের কথা মাথায় রেখে আগামী দিনে অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। চোখের আলো প্রকল্পের মধ্য দিয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করতে পেরে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ নবদ্বীপ বাসী।