নিউজপিডিয়া ডেস্ক: উত্তরবঙ্গে ফের স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। এনিয়ে তোলপাড় উত্তর দিনাজপুর জেলা। জানা গিয়েছে, এক মাধ্যমিক ছাত্রীকে ধর্ষণের পর খুনের অভিযোগ উঠেছে চোপড়ায়। রবিবার অভিযুক্তদের শাস্তির দাবিতে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এদিন সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে। এদিন দুপুর পর্যন্ত পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হয়নি। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। চোপড়া থানার আইসি বিনোদ গাজমের,অতিরিক্ত জেলা পুলিশ সুপার কার্তিকচন্দ্র মন্ডল প্রমুখ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে খবর, চোপড়া থানার অন্তর্গত সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ এলাকায় এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। এমনকি দুষ্কৃতীরা ওই ছাত্রীকে খুনের চেষ্টাও করে। খবর পেয়ে নিগৃহীতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় এই খবর জানাজানি হতেই মানুষ ক্ষোভে ফুঁসছে। গ্রামবাসীরা জাতীয় সড়কে গাছের ডাল ফেলে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছেন।