নিজস্ব প্রতিনিধি, চোপড়া: পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চোপড়া ব্লক তৃণমূল ছাত্র পরিষদ এর পক্ষ থেকে আজ, রবিবার এক অবস্থান বিক্ষোভ প্রদর্শন করা হয় কলাগাছ পেট্রোল পাম্পে। তৃণমূল নেতা ফতেবুল রহমান তথা তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা ছোট ছোট পথসভা করছি আজ এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বিক্ষোভ প্রদর্শন ও পথসভা হচ্ছে। তৎসহ তিনি আরও জানান, পেট্রোল-ডিজেলের জন্য সাধারণ যেসব পণ্য রয়েছে, সেগুলির প্রতিদিন মূল্যবৃদ্ধি হচ্ছে এতে সাধারণ মানুষের অসুবিধার সম্মুখীন হচ্ছেন।
তাঁর সংযোজন, আজকে যে খেলা হবে স্লোগান তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তিনি গোলকিপার এবং তৃণমূল কর্মীরা খেলোয়াড়। বিজেপি একটিও গোল দিতে পারবেনা। তিনি আরও জানান, সামনেই বিধানসভা নির্বাচন এর দোরগোড়ায় এসেছি আমরা। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।